Home » আইনের শাসন বলতে কি বুঝায় | আইনের শাসন কি

আইনের শাসন বলতে কি বুঝায় | আইনের শাসন কি

by Rezaul Karim
আইনের শাসন বলতে কি বুঝায়, আইনের শাসন কি,

আইনের শাসন

যথার্থ আইনের শাসনকে গণতান্ত্রিক সরকারের ভিত্তি বলা হয়। যথার্থ আইনের শাসনের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং জনগণ জীবন, স্বাধীনতা ও সম্পত্তির নিশ্চয়তা লাভ করে। ব্যাপক অর্থে আইনের শাসন বলতে চারটি বিষয়কে বোঝায়। যথা-

১. কতকগুলো সুনির্দিষ্ট এবং, সহজে নির্ধারণযোগ্য নিয়মকে সুস্পষ্টভাবে ব্যক্ত করা না হলে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না।

২. কোনো ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হলে তাকে পূর্বেই সে ব্যবস্থা গ্রহণের কারণ জানাতে

হবে, যাতে করে সে আত্মপক্ষ সমর্থন করতে পারে।

৩. অভিযোগকারী স্বয়ং বিচারক হিসেবে কাজ করতে পারবে না।

৪. অভিযোগ উত্থাপন এবং বিচারকার্য পরিচালনা যথাযোগ্য পদ্ধতি অনুসারে সম্পাদিত হবে, যাতে অভিযুক্ত ব্যক্তিকে শাসকগোষ্ঠীর খামখেয়ালিপনার শিকারে পরিণত হতে না হয়।

আরও দেখুন:   আইন কত প্রকার ও কি কি? – বিস্তারিত আলোচনা

জেনিংসের মতে, আইনের শাসনের চারটি ধাপ সমূহ হলো-

প্রথমত, সুনির্দিষ্ট আইন দ্বারা অপরাধ নির্ধারণ করা।

দ্বিতীয়ত, আইনবহির্ভূত অপরাধে কাউকে শাস্তি না দেওয়া।

তৃতীয়ত, শাস্তিসংক্রান্ত আইনকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা।

চতুর্থত, যে সময়ের অপরাধ সে সময়ের আইন দ্বারা বিচার করা।

অধ্যাপক ডাইসি ১৮৮৫ সালে তার লিখিত ‘Law of Constitution‘ নামক গ্রন্থে ‘আইনের শাসন’ নীতিটি ব্যাখ্যা করেন। তিনি ‘আইনের শাসন’ বাস্তবায়নে চারটি শর্ত দিয়েছেন। শর্তগুলো হলো-

১. আইনের দৃষ্টিতে সকলে সমান সুবিধা ভোগ করবে।

২. সকলের জন্য স্বাধীন বিচার বিভাগ উন্মুক্ত থাকবে।

৩. বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা যাবে না।

৪ . দেশের প্রচলিত আইন দ্বারা নাগরিক অধিকার সংরক্ষিত থাকবে।

আরও দেখুন:   মানুষ আইন মান্য করে কেন | আইন মান্য করার কারণ সমূহ লিখ

অধ্যাপক ডাইসির অন্যতম সমর্থক লর্ড হিউয়ার্ট বলেন, ‘ব্যক্তিস্বাধীনতা নির্ণয় বা রক্ষার জন্য স্বৈরাচারিতা বা আইন নয় এমন কোনো বিকল্প পদ্ধতির পরিবর্তে সাধারণ আইনের সার্বভৌমত্ব বা প্রাধান্যকে আইনের শাসন বলা হয়।’

সুতরাং রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সকলে সমভাবে স্বাধীনতা ও অধিকার ভোগ করতে পারবে, সবলের অত্যাচার হ্রাস পাবে এবং ব্যক্তি তার জীবনকে সুন্দরভাবে বিকশিত করতে সক্ষম হবে।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন

আইনের শাসনের প্রবক্তা কে?

অধ্যাপক, কে আলবার্ট ভ্যান ডাইসি।

আইনের শাসনের মূল কথা কি?

আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উর্ধ্বে আইন।

Related Posts

1 comment

Comments are closed.