Home » About Us

About Us

by Rezaul Karim

 উইকিওইকি ব্লগে স্বাগতম।

আমি ঝুমন খান, একজন বাংলা ব্লগার। আমি নানা বিষয় নিয়ে ব্লগে লিখে থাকি। লেখাটা আমার পেশা নয়, নেশা। লিখতে আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন লিখে কারো না কারোর উপকার করতে পারি। 

উইকিওইকি ব্লগ সম্পর্কে

উইকিওইকি প্রধানত বাংলা ব্লগ। এই ব্লগে সমাজবিজ্ঞান, ইতিহাস, নৃবিজ্ঞান, লাইফস্টাইল ও অন্যান্য বিষয় সম্পর্কে নানা তথ্যমূলক লেখা তুলে ধরা হয়। সময়ের সাথে সাথে ভবিষ্যতে আরও নানা ক্যাটাগরি এই ব্লগে যুক্ত করা হবে। 

সময়ের সেরা ব্লগ উইকিওইকির সাথে থাকার আহ্বান রইলো।