Home » ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কি?

ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কি?

by Rezaul Karim
ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কি,

ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য

ফার্ম ও শিল্পের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ফার্ম এবং শিল্পের মধ্যে যেসব পার্থক্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ-

বিষয় ফার্ম শিল্প
১. সংজ্ঞা ফার্ম হলো কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠান। ফার্মের উদাহরণ হলো দর্শনা সুগার মিলস। শিল্প হলো একই দ্রব্য উৎপাদনকারী সকল উৎপাদক প্রতিষ্ঠানের সমষ্টি। শিল্পের উদাহরণ হলো দেশে চিনি উৎপাদনকারী সকল চিনি শিল্প।
২. সংখ্যা ফার্মের একাধিক প্লান্ট থাকতে পারে। শিল্পের অধীনে অনেক প্লান্ট থাকতে পারে।
৩. পরিধি ফার্মের আয়তন বা পরিধি ছোট হয়ে থাকে। শিল্পের পরিধি ব্যাপক।
৪. দাম নির্ধারণ ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ করতে পারে না। শিল্পের যোগান ফার্মের তুলনায় অনেক বেশি হয়।
৫. যোগান ফার্মের যোগান উৎপাদনের তুলনায় খুবই কম হয়। শিল্পের যোগান ফার্মের তুলনায় অনেক বেশি হয়।
৬. চাহিদা রেখা ফার্মের চাহিদা রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভূমি অক্ষের সমান্তরাল হয়। শিল্পের চাহিদা রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ডান দিকে নিম্নগামী হয়।
৭. মালিকানা ফার্মের ক্ষেত্রে উৎপাদক প্রতিষ্ঠানের মালিকানা ব্যক্তিগত বা অংশীদারি হতে পারে। শিল্পদ্রব্য উৎপাদনকারী বিভিন্ন মালিকানাধীন ফার্ম নিয়ে গঠিত হয়।
৮. ব্যবস্থাপনা ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। শিল্প ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়।
৯. বিশ্লেষণ ফার্মের দাম উৎপাদন নীতি ক্ষুদ্র পরিসরে বিশ্লেষণ করা হয়। শিল্পের দাম উৎপাদন নীতি বৃহৎ আকারে বিশ্লেষণ করা হয়।
১০. বাজার একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের্ মধ্যে পার্থক্য বিদ্যমান

আরও পড়ুন:

অলিগোপলি বাজার কাকে বলে ও অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য সমূহ
মনোপসনি বাজার কাকে বলে ও মনোপসনি বাজারের বৈশিষ্ট্য

Related Posts