Home » মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আলোচনা কর

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আলোচনা কর

by Rezaul Karim
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক,

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক

পণ্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। আবার কোনো পণ্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। এই মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূচির মাধ্যমে নিচে ব্যাখ্যা করা হলো-

দ্রব্যের একক মোট উপযোগ (TU) প্রান্তিক উপযোগ (MU)
১ম
২য়
৩য়
৪র্থ
৫ম -১
প্রান্তিক উপযোগ কি – চিত্রসহ ব্যাখ্যা কর

উপরের সূচিতে দেখা যায়, প্রাথমিকভাবে দ্রব্য ভোগের পরিমাণ বাড়ালে মোট উপযোগ বাড়তে থাকে; কিন্তু প্রান্তিক উপযোগ কমে যায়। এক্ষেত্রে বিষয়টি ৩য় একক পর্যন্ত কার্যকর থাকে। এখন দ্রব্য ভোগের পরিমাণ আরও বৃদ্ধি করলে অর্থাৎ ৪র্থ একক দ্রব্য ভোগ করলে মোট উপযোগ সর্বোচ্চ ৬ একক হয় এবং প্রান্তিক উপযোগ শূন্য হয়। এখন দ্রব্য ভোগের পরিমাণ আরও বৃদ্ধি করে ৫ম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হ্রাস পেয়ে ৫ একক হয়। যখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক -১ হয়ে পড়ে। বিষয়টি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো-

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ চিত্র

উপরের চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে মোট ও প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায়, দ্রব্যের ৩য় একক পর্যন্ত মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। সেই সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। ৩য় এককের পর ৪র্থ একক ভোগের ফলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। যেখানে প্রান্তিক উপযোগ শূন্য হয়। অর্থাৎ MU রেখা ভূমি অক্ষে ছেদ করে। এখন দ্রব্য ভোগের পরিমাণ আরও বৃদ্ধি করে ৫ম একক ভোগ করলে মোট উপযোগ হ্রাস পায়। ফলে IU রেখা নিম্নগামী হয় এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। এখন MU রেখা ভূমি অক্ষের নিচে অবস্থান করে।

মোট উপযোগ কাকে বলে? – চিত্রসহ ব্যাখ্যা

এমতাবস্থায় মোট উপযোগ (TU) এবং প্রান্তিক উপযোগ MUI এর মধ্যে নিম্নরূপ সম্পর্ক তুলে ধরা যায়।

⇒ প্রান্তিক উপযোগ কমতে থাকলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে।

⇒ প্রান্তিক উপযোগ যখন হ্রাস পেয়ে শূন্য হয় তখন মোট উপযোগ সর্বাধিক হয়।

⇒ মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে।

Related Posts

1 comment

Comments are closed.