Home » স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য আলোচনা কর

স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য আলোচনা কর

by Rezaul Karim
স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে পার্থক্য,

স্বাধীন চলক ও অধীন চলকের পার্থক্য

স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে যেসব পার্থক্য পরিলক্ষিত হয় নিম্নে সেগুলো আলোচনা করা হলো-

পার্থক্যের বিষয় স্বাধীন চলক অধীন চলক
১. সংজ্ঞাগত অপেক্ষকের অন্তর্গত চলকগুলোর মধ্যে যে চলক ইচ্ছামতো মান গ্রহণ করতে পারে, তাকে স্বাধীন চলক বলে। স্বাধীন চলকের মানের ওপর যে চলকের মান নির্ভর করে তাকে অধীন চলক বলে।
২. অবস্থান সাধারণত কোনো অপেক্ষকের ক্ষেত্রে সমতা (=) চিহ্নের ডান দিকে স্বাধীন চলক বসে। যেমন- Q = ƒ(P), এখানে P হলো স্বাধীন চলক। কোনো অপেক্ষকের ক্ষেত্রে সমতা (=) চিহ্নের বাম দিকে অধীন চলক বসে। যেমন- Q =ƒ(P)। এক্ষেত্রে Q হলো অধীন চলক।
৩. প্রকাশ স্বাধীন চলককে অপেক্ষকের যুক্তি বলা হয়। অধীন চলককে অপেক্ষকের মান বলা হয়।
৪. স্থানাঙ্ক স্থানাঙ্কে স্বাধীন চলককে ভুজ বলা হয়। স্থানাঙ্কে অধীন চলককে কোটি বলা হয়।
৫. মান গ্রহণ স্বাধীন চলক ইচ্ছামতো যেকোনো মান গ্রহণ করতে পারে। অধীন চলক ইচ্ছামতো কোনো মান গ্রহণ

করতে পারে না।

৬. চলকের সংখ্যা একটি অপেক্ষকে এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারে। যেমন- D = (P1, P2…Pn)। এক্ষেত্রে P1, P2… Pn হলো স্বাধীন চলক। কোনো অপেক্ষকে একটি মাত্র অধীন চলক থাকে। যেমন- D = (P1, P2… Pn) এক্ষেত্রে D হলো অধীন চলক।
৭. স্বয়ংসম্পূর্ণতা স্বাধীন চলক সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। অধীন চলক স্বয়ংসম্পূর্ণ নয়।
৮. নির্ভরশীলতা অপেক্ষকের অন্তর্গত স্বাধীন চলক অন্য কোনো চলকের ওপর নির্ভরশীল নয়। অপেক্ষকের অন্তর্গত স্বাধীন চলক অন্য কোনো চলকের ওপর নির্ভরশীল নয়।
চলক কাকে বলে | স্বাধীন চলক কাকে বলে | বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক
অপেক্ষক কি | চাহিদা অপেক্ষক কি

 

Related Posts