Home » হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? – ব্যাখ্যা কর

হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? – ব্যাখ্যা কর

by Rezaul Karim
হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন

হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলার কারণ

ভাষা মানুষের মনের ভাব প্রকাশ করার বাহন। প্রত্যেক ভাষা যেমন কোনো অবস্থা জ্ঞাপন করার জন্য ব্যবহৃত হয়, তেমনি হিসাব ব্যবস্থা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। সেজন্য হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলার কারণ সমূহ আলোচনা করা হলো-

১. বিভিন্ন আর্থিক পদ্ধতি প্রচলন

বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান, যৌথ কোম্পানি ইত্যাদি ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্র আবির্ভাবের ফলে ব্যবসা আলাদা সত্তা হিসেবে বা কৃত্রিম ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। এই কৃত্রিম ব্যক্তির সঙ্গে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সংশ্লিষ্ট। এই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ব্যবসায়ের বিভিন্ন তথ্য জ্ঞাপনের জন্য কৃত্রিম ব্যক্তি হিসেবে ব্যবসায়ের একটি ভাষার দরকার। হিসাববিজ্ঞান এসব ব্যক্তিদের কাছে তথ্য প্রকাশের জন্য বিভিন্ন আর্থিক পদ্ধতি প্রচলন করে ভাষা হিসেবে কাজ করে।

হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা কর

২. অর্থনৈতিক অবস্থার ইতিহাস

অতীত ও বর্তমানের সব আর্থিক খবরাখবর লিপিবদ্ধ এবং বিশ্লেষণ করে বিভিন্ন ব্যক্তি তথা ক্রতা, বিক্রেতা, মালিক, দেনাদার পাওনাদারদের কাছে বিভিন্ন হিসাব প্রতিবেদন আকারে অর্থনৈতিক অবস্থায় ইতিহাস তুলে ধরে। এটা ব্যবসায়ের ভাষা হিসেবে কাজ করে।

৩. ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তথ্য প্রদান

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবসা পরিচালনার জন্য হিসাব প্রদত্ত তথ্যের উপর নির্ভরশীল। যেমন- মাল ক্রয় করতে হবে কিনা, কত বিক্রি হলো, কত টাকার পাওনা আছে, লাভ-লোকসানের পরিমাণ এবং সম্পত্তি দায়- দেনার পরিমাণ ইত্যাদি তথ্য জানার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিসাববিজ্ঞানের উপর নির্ভরশীল। তাই হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের তথ্য প্রকাশের ভাষা বলে অভিহিত করা হয়।

৪. ব্যবসায়ের প্রতীক

প্রত্যেক ভাষায় কতগুলে। প্রতীক চিহ্ন শব্দ থাকে তেমনি হিসাববিজ্ঞানের আর্থিক ঘটনা জ্ঞাপন করার জন্য বিভিন্ন সংখ্যা বা সংকেত চিহ্নের মাধ্যমে বজ্রব্য তুলে ধরা হয়। সে ক্ষেত্রে হিসাবরক্ষক প্রেরকের ভূমিকা পালন করে থাকে। যারা এসব সংখ্যা ও সংকেত চিহ্নের সঙ্গে পরিচিত নয় তাদের কাছে হিসাবরক্ষণের বক্তব্য অস্পষ্ট থেকে যায়। এসব কারণে হিসাবকে আর্থিক ঘটনা প্রকাশের ভাষা বলা হয়।

পরিশেষে বলা যায়, পৃথিবীর কোনো ভাষাই সার্বজনীন নয়। হিসাববিজ্ঞানের ভাষাও তাই সবার কাছে সমান বোধগম্য নয়। ব্যবসায়ের জটিলতা, প্রসারতা ইত্যাদির সাথে সাথে হিসাব রক্ষণাবেক্ষণের পরিবর্তন আসে। তাই হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা প্রকাশেরই উপায় হিসেবে আখ্যায়িত করা হয়।

হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য গুলো আলোচনা কর

Related Posts