হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সমূহ
একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেনের স্থায়ী হিসাবরক্ষণ ও আর্থিক ফলাফল নিরূপণ করাই হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। নিচে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য গুলো আলোচনা করা হলো-
১. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনগুলো ধারাবাহিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা।
২. লাভ-লোকসান নিরূপণ
কোনো নির্দিষ্ট সময় শেষে কারবারের লাভ-লোকসান নিরূপণ করে মালিক ও সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ।
৩. আর্থিক অবস্থা নিরূপণ
কোনো নির্দিষ্ট সময়ে অথবা আর্থিক বছর শেষে উদ্বৃত্তপত্র প্রস্তুতের মাধ্যমে প্রতিষ্ঠানের দেনা-পাওনা, সম্পদ ও দায় তথা সামগ্রিক আর্থিক চিত্র তুলে ধরা হিসাব বিজ্ঞানের আর একটি প্রধান উদ্দেশ্য।
৪. গাণিতিক শুদ্ধতা যাচাই করা
দু’তরফা দাখিলা হিসাব পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়।
সরকারি ঋণের উৎস কি কি? – আলোচনা কর |
৫. মোট দেনা-পাওনার পরিমাণ নির্ণয়
ধারে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় সংক্রান্ত লেনদেন সংগঠিত হলে হিসাববিজ্ঞানের মাধ্যমে মোট দেনা-পাওনার পরিমাণ নির্ণয় করা যায়।
৬. তুলনামূলক বিচার-বিশ্লেষণ
অনুপাত বিশ্লেষণের মাধ্যমে চলতি হিসাবকালের সাথে বিগত একাধিক হিসাবকালের মধ্যে তুলনামূলক বিচার-বিশ্লেষণ করা হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য।
৭. ব্যয় নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধি
হিসাববিজ্ঞানের মহৎ উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রকার ব্যয় ও অপচয় হ্রাস করে আয় বৃদ্ধি করা।
৮. অর্থনৈতিক তথ্য পরিবেশন করা
আর্থিক বিবরণী, বিবৃতি ও প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানের যাবতীয় অর্থনৈতিক তথ্য যথাশীঘ্র সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করা হিসাববিজ্ঞানের একটি মহৎ উদ্দেশ্য।
৯ . নগদ টাকার হিসাব
নগদান বই সংরক্ষণের মাধ্যমে ব্যবসায়ী নগদ টাকার পরিমাণ জানতে পারে।
১০. পরিকল্পনা প্রণয়ন ও তথ্য সরবরাহ
হিসাববিজ্ঞান ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার তথ্য সরবরাহের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করতে সাহায্য করে।
১১. কর নির্ধারণে সহায়তা
সঠিকভাবে হিসাব সংরক্ষণ করলে কর কর্তৃপক্ষের নিকট তা গ্রহণযোগ্য হয়। ফলে আয়কর, বিক্রয় কর ও ভ্যাট নির্ণয় সহজ হয়।
১২. জালিয়াতি রোধ
বিজ্ঞানসম্মত উপায়ে হিসাব সংরক্ষণ করলে হিসাবের জালিয়াতি রোধ করা যায়।
পরিশেষে বলা যায়, একটি ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠানের সঠিক লাভ-লোকসান ও আর্থিক অবস্থা নির্ণয় এবং সার্বিকভাবে সফলতা “অর্জনের জন্য হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বহুবিধ ও বৈচিত্র্যময়।