চাহিদার সংকোচন প্রসারণ
অন্যান্য অবস্থা (ভোক্তার আয়, রুচি, অন্যান্য দ্রব্যের দাম, ক্রেতার সংখ্যা ইত্যাদি) অপরিবর্তিত থাকা অবস্থায় বিবেচ্য দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে চাহিদার পরিমাণের পরিবর্তন হয়। এক্ষেত্রে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। আর দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। এমতাবস্থায় দাম কমার ফলে চাহিদা বাড়ার এ প্রক্রিয়াকে চাহিদার প্রসারণ বলে এবং দাম বাড়ার ফলে চাহিদা কমার প্রক্রিয়াকে চাহিদার সংকোচন বলে। এক্ষেত্রে লক্ষণীয়, চাহিদার সংকোচন- প্রসারণ বিষয়টি চাহিদা বিধিকে মেনে চলে। নিচে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো-
চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম OP অবস্থায় চাহিদার পরিমাণ OQ। এখন দ্রব্যের দাম কমে OP1 হলে চাহিদার পরিমাণ বেড়ে OQ1 হয়। এখানে চাহিদার পরিমাণ (OQ1 – OQ) = QQ1 বেড়ে গেছে। এ বৃদ্ধিপ্রাপ্ত চাহিদাকে চাহিদার প্রসারণ বলা হয়। আবার দ্রব্যের দাম বেড়ে OP₂ হলে চাহিদার পরিমাণ কমে OQ₂ হয়, যেখানে চাহিদার পরিমাণ (OQ2 – OQ) = – QQ2 কমে যায়। এ হ্রাসপ্রাপ্ত চাহিদাকে চাহিদার সংকোচন বলা হয়।
সরলরেখার ঢাল কাকে বলে | সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র লিখ |
চাহিদার সংকোচন-প্রসারণের ক্ষেত্রে ক্রেতা সম্পূর্ণরূপে দ্রব্যের দাম দ্বারা পরিচালিত হয় এবং একই চাহিদা রেখার ওপর অবস্থান করে। এজন্য চাহিদার সংকোচন-প্রসারণকে চাহিদা রেখা বরাবর সঞ্চালন বলা হয়।
চাহিদার হ্রাস-বৃদ্ধি
বিবেচ্য দ্রব্যের দাম ব্যতীত চাহিদার ওপর প্রভাব সৃষ্টিকারী অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনকে চাহিদার হ্রাস-বৃদ্ধি বলে। এক্ষেত্রে ক্রেতার রুচি, আয়, অভ্যাস, ক্রেতার সংখ্যা, অন্যান্য দ্রব্যের দাম ইত্যাদি পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ বাড়লে এরূপ অবস্থাকে চাহিদার বৃদ্ধি এবং দাম স্থির থেকে অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ কমলে এরূপ অবস্থাকে চাহিদার হ্রাস বলা হয়। চাহিদার হ্রাস-বৃদ্ধি হলে চাহিদা রেখা স্থানান্তরিত হয়। চিত্রের সাহায্যে চাহিদার হ্রাস-বৃদ্ধি দেখানো হলো-
চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের Y দাম নির্দেশ করা হয়েছে। এক্ষেত্রে দাম OP প্রদত্ত অবস্থায় DD প্রাথমিক চাহিদা রেখা যখন চাহিদার পরিমাণ OQ। এখন দাম OP স্থির অবস্থায় অন্যান্য বিষয়ের পরিবর্তনের ফলে বিবেচ্য দ্রব্যের চাহিদা কমে গেলে চাহিদা রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে D1D1 হবে। এক্ষেত্রে পরিবর্তিত চাহিদা হবে OQ1 যা (OQ-OQ1) = QQ পরিমাণ হ্রাস পাবে। এরূপ পরিবর্তনকে চাহিদার হ্রাস বলা হয়। আবার দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদা বৃদ্ধি পেয়ে OQ থেকে OQ2 হলে চাহিদা রেখা ডান দিকে সরে গিয়ে D2D2 হবে, যা (OQ2-OQ) = QQ2 পরিমাণ চাহিদা বৃদ্ধিকে নির্দেশ করে।
এভাবে দেখা যায় চাহিদা হ্রাস-বৃদ্ধি বা চাহিদার পরিবর্তনের কারণে ক্রেতার মূল চাহিদা রেখার পরিবর্তিত হয়।
ঢাল কাকে বলে | ঢাল নির্ণয়ের সূত্র | রেখার ঢাল কি ও নির্ণয়ের সূত্র |