Home » দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কি | দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বুঝায়

দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কি | দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বুঝায়

by Rezaul Karim
দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কি, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বুঝায়,

মানুষের দৈনন্দিন জীবনে নানাবিধ জিনিসপত্রের প্রয়োজন পড়ে। আর এ প্রয়োজনহেতু অভাবের সৃষ্টি হয়। মানুষের অভাবের শেষ নেই। মানুষের বিভিন্নমুখী অসীম অভাব পূরণের সামর্থ্য সীমিত। মানুষ তার অসীম অভাবকে সীমিত সম্পদের দ্বারা সমাধানের চেষ্টা করে। সেজন্য তাকে বাছাই করতে হয়, কোন অভাব মিটিয়ে সে অধিকতর তৃপ্তি পাবে। তদুপরি মানুষ উৎপাদিত দ্রব্যসামগ্রী অপরের সাথে বিনিময় করে তার অভাব পূরণের চেষ্টা করে। সুতরাং অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করার সময় দুটি সমস্যা দেখা দেয়। । যথা- ক. দুষ্প্রাপ্যতা (Scarcity) ও খ. নির্বাচন (Choice)। আর এ দুটি সমস্যাকে অর্থনীতিতে যমজ সমস্যা বলা হয়।

দুষ্প্রাপ্যতা

অপ্রাচুর্যের সমস্যা মানবজীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা। মানুষের বিভিন্নমুখী সমস্যা সমাধানের সামর্থ্য সীমিত। তাই মানুষ তার অফুরন্ত সমস্যাকে সীমিত সম্পদ দ্বারা সমাধানের জন্য বিভিন্ন কর্মপ্রচেষ্টার আশ্রয় গ্রহণ করে। মানুষের মৌলিক চাহিদা পূরণের সম্পদ যদি পর্যাপ্ত হতো, তবে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হতো না। সুতরাং কীভাবে সীমিত সম্পদ ব্যবহার করে অসীম অভাব দূর করা যায় তাই মানবজীবনের অন্যতম প্রধান সমস্যা হয়ে আত্মপ্রকাশ করে। আর এ অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।

মৌলিক অর্থনৈতিক সমস্যা কি | মৌলিক অর্থনৈতিক সমস্যার সংজ্ঞা

দুষ্প্রাপ্যতা মানুষের প্রয়োজন ও যোগানের সমন্বয়ে সৃষ্টি হয়। দুষ্প্রাপ্যতার কারণেই মানুষের জীবনে বিভিন্ন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়।

অধ্যাপক আর, জি. লিপসি (R. G. Lipsey) বলেন, “দুষ্প্রাপ্যতার সমস্যা হলো মূল সমস্যাসমূহের মধ্যে অন্যতম একটি সমস্যা, যা অর্থনীতির অধিকাংশ বৈশিষ্ট্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।” (One of the basic problems encountered in most aspects of economics is the problem of scarcity.)

অধ্যাপক স্টোনিয়ার ও হেগের মতে, “অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্পতার কারণে সৃষ্ট সমস্যাসংক্রান্ত বিদ্যা।” (Economics is fundamentally a study of scarcity and of the problems to which scarcity gives-rise.)

দুষ্প্রাপ্যতার বিশ্লেষণ স্পষ্ট হয়ে ওঠে কার্ল মেনজারের (Carl Menger) বক্তব্যে। তিনি মনে করেন, অর্থনীতি অবশ্যই ‘অর্থনৈতিক দ্রব্য’ নিয়ে আলোচনা করে।

অধ্যাপক ডমিনিক স্যালভেটর বলেন, “দুষ্প্রাপ্যতা শব্দটি ‘সীমিত’ শব্দের খুব কাছাকাছি এবং অর্থনৈতিকভাবে মুক্ত বা অসীম ধারণার বিপরীত। সম্পদের দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা সব সমাজের মূল সমস্যা।” (The word scarce is closely associated with the word limited on economic as opposed to unlimited or free. Scarcity is the central fact to every society.)

স্বল্পতা সম্পর্কে রবিনসের বক্তব্যটি জনপ্রিয়। তার মতে, “অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনসংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে।”

অধ্যাপক লর্ড জে. এম. কেইন্স ‘The General Theory of Employment Interest and Money’ গ্রন্থে বলেন, “দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহার এবং সমাজের আয় ও নিয়োগ ব্যবস্থার আলোচনাই হলো অর্থনীতির মূল বিষয়।” একইভাবে অধ্যাপক আর. এম, ববার (R. M. Bober) তার ‘The Economics of Cycle and Growth’ গ্রন্থে উল্লেখ করেন, “অর্থনীতি হলো দুষ্প্রাপ্য সম্পদ এবং কর্মসংস্থান ও আয় নির্ধারকসমূহের পর্যালোচনাসংক্রান্ত শাস্ত্র।” (Economics is the study of the administration of scarce resources and of the determinants of employment and income.)

নির্বাচন

অভাব মোচনের উপাদানসমূহ একদিকে যেমন সীমিত, অন্যদিকে তেমনি এসব উপাদানকে বিকল্প ব্যবহারের মাধ্যমে ব্যবহার করা যায়। কোনো একটি উপাদান কোনো একটি উদ্দেশ্যে ব্যবহার করা গেলেও তা দিয়ে অন্য অভাব পূরণ করা যায় না। যেমন একখণ্ড জমিতে খাদ্যের জন্য ফসল ফলানো যায়, কিংবা বাসস্থানের জন্য বাড়ি তৈরি করা যায়। কোনটি বেশি প্রয়োজন তা অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করতে হয়। যে জমিতে বাড়িঘর নির্মিত হয়েছে তা আর কোনো উৎপাদন কাজে ব্যবহার করা যাবে না। এ সমস্যা থেকেই নির্বাচন কথাটির উৎপত্তি হয়েছে। মানুষ অপেক্ষাকৃত কম জরুরি অভাব ত্যাগ করে অধিকতর জরুরি অভাব পূরণ করবে, যা হতে সে সর্বাধিক তৃপ্তি লাভ করতে পারে। এ সিদ্ধান্তই হলো নির্বাচনের সমস্যা। তাই অর্থনীতিতে নির্বাচনের সমস্যা বলতে মূলত অভাবের গুরুত্ব নির্বাচনকে বোঝায়।

অধ্যাপক বেনহাম (Benham) বলেন, “মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়।” (Economic problems arise because people are compelled to choose.)

অর্থনৈতিক কাজকর্ম দ্বারা অভাব মোচনের উপকরণের যথাসম্ভব সদ্ব্যবহার করে অভাব মোচন করতে হয়। মানুষ তার এ অভাব পূরণের জন্য দুষ্প্রাপ্যতা, বাছাই বা নির্বাচনজনিত সমস্যায় পড়ে। এ অভাব অসীম; কিন্তু অভাব পূরণের উপকরণ সীমিত। এ সীমিত উপকরণ দ্বারা অসীম অভাব পূরণ একসঙ্গে সম্ভব হয় না। এ বৈশিষ্ট্যের কারণে আমাদেরকে বাছাই করতে হয় কী উৎপাদন করা হবে এবং কীভাবে উৎপাদন করা হবে। এ সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা বিশ্লেষণ করা যায়।

Related Posts

1 comment

Comments are closed.