774
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য
কোনো পণ্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। পক্ষান্তরে, এক একক ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। নিচে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা হলো-
মোট উপযোগ | প্রান্তিক উপযোগ |
১. দ্রব্যের বিভিন্ন এককের উপযোগ যোগ করে মোট উপযোগ নির্ণয় করা হয়। | ১. মোট উপযোগের পরিবর্তনের ওপর ভিত্তি করে প্রান্তিক উপযোগ নির্ণয় করা হয়। |
২. ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পায়। | ২. ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। |
৩. মোট উপযোগের সাথে দামের কোনো সম্পর্ক নেই। | ৩. একটি দ্রব্যের দাম উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগের সমান হয়। |
৪. মোট উপযোগ রেখা বাম দিক থেকে ডান দিকে উর্ধ্বগামী হয়। | ৪. প্রান্তিক উপযোগ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। |
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আলোচনা কর |
1 comment
[…] […]
Comments are closed.