ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া তত্ত্ব
ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়া তত্ত্বে সামাজিক ক্রিয়াকে ম্যাক্স ওয়েবার চারটি প্রধান শ্রেণিতে বিভক্ত করেছেন। এই চার ধরনের সামাজিক ক্রিয়া গুলো হলো-
১. যুক্তিবাদী উদ্দেশ্য সাধক ক্রিয়া (Rational action in relation to a goal): বিশেষ কোন উদ্দেশ্য সাধনের জন্য ব্যক্তি যে কাজ করে তাকে যুক্তিবাদী উদ্দেশ্য সাধক ক্রিয়া বলে। যেমন- অনেকে সুস্বাস্থ্যের জন্য প্রাতঃভ্রমণ করেন।
২. যুক্তিবাদী মূল্যবোধ প্রভাবিত ক্রিয়া (Rational action in relation to a value) : প্রচলিত মূল্যবোধের প্রেরণায় অনেক সময় ব্যক্তি কোন কোন কাজ করে। যেমন- একজন ডাক্তার সাধারণত আর একজন ডাক্তারের চিকিৎসা করলে কোন পারিশ্রমিক নেন না।
৩. আবেগ বা উচ্ছ্বাসপূর্ণ ক্রিয়া (Emotional on affective action) : মানবজীবনে এমন অনেক ঘটনা ঘটে যখন মানুষ হয় আনন্দে বা উচ্ছ্বাসে নয়তো ক্রোধে অনেক অপ্রত্যাশিত কাজ করে বসে যার ফলাফলে কোন যৌক্তিকতা থাকে না। যেমন- মানুষ অতি আনন্দেও কাঁদে আবার বিরহ বেদনায়ও কাঁদে। এর সঠিক কোন ব্যাখা মেলে না।
৪. ঐতিহ্যবাহী বা গতানুগতিক ক্রিয়া (Tradtional action) : যেসব কাজ সুদীর্ঘ দিনের অভ্যাসের বলে বা বিশ্বাসের সাথে বা পারিপার্শ্বিক অবস্থায় সম্পাদন করা হয় সেসব কাজকে গতানুগতিক কাজ বলা হয়। যেমন- একজন কৃষকের কৃষিকাজ করা তার অভ্যাসে পরিণত হয়ে যায় তেমনি অন্যান্য পেশাজীবী শ্রেণির মানুষ স্ব-স্ব ক্রিয়াতে অভ্যস্ত হয়ে পড়ে। এছাড়া প্রথা, লোকাচার, লোকনীতি এ পর্যায়ের ক্রিয়ার অন্তর্ভুক্ত বলে স্বীকৃত।
আরও পড়ুন: ম্যাক্স ওয়েবার: তত্ত্ব, পরিচয় ও বিখ্যাত গ্রন্থ সমূহ