পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ar=mr হওয়ার কারণ
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক বাজারব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা-বিক্রেতা বাজার নির্ধারিত দামে পণ্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত হয়। এক্ষেত্রে বাজার নির্ধারিত দাম বলতে চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতে নির্ধারিত দামকে বোঝায়। এখানে বাজারে একজন বিক্রেতা বাজারের খুবই নগণ্য অংশ যোগান দিয়ে থাকে। তাই সে বাজার দামকে কোনোরূপ প্রভাবিত করতে পারে না। বরং সে বাজার দামেই তার পণ্য বিক্রয় করে নিজে কোনো দাম নির্ধারণ করতে পারে না। তাই বলা যায়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দামগ্রহীতা (Price Taker) বলা হয়। উক্ত বাজারে যদি নতুন কোনো ফার্ম প্রবেশ করে তবে তাকেও পূর্ব নির্ধারিত দাম মেনে নিতে হয়। কারণ সমগ্র বাজারের তুলনায় ফার্মটি এতটাই ক্ষুদ্র যে তার উৎপাদন দ্বারা বাজার দামকে কোনোরূপ প্রভাবিত করতে পারে না। তাই তাকে পূর্বের দামেই পণ্য বিক্রয় করতে হয়। যদি ফার্ম পূর্বনির্ধারিত দাম গ্রহণ করে তবে তার চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ দাম স্থির থাকলে AR=MR হয়। এখানে AR=MR রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।
(ক) চিত্রে DD1 চাহিদা রেখা এবং SS1 যোগান রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করে ভারসাম্য দাম OP0 নির্ধারিত হয়েছে। (খ) চিত্রে ফার্মটি বাজার নির্ধারিত দামে বিক্রয় পরিচালনা করে। ফলে তার AR = MR রেখা ভূমি অক্ষের সমান্তরাল। P0 এর চেয়ে দাম কমাবে না। কারণ P0 দামে যেকোনো পরিমাণ সে বিক্রি করতে পারবে। তাই উক্ত ফার্মকে দামগ্রহীতা (Price Taker) বলা হয়। এ P0 দামের ওপর ভিত্তি করে (খ) চিত্রে ফার্মের চাহিদা রেখা (AR=MR) অঙ্কন করা হয়েছে, যা ভূমি অক্ষের সমান্তরাল।
আরও পড়ুন
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর |
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে ও বৈশিষ্ট্য |