619
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য
অর্থনীতির যন্ত্রের প্রত্যেকটি বিশেষ অংশের পৃথক আলোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। পক্ষান্তরে, অর্থনীতি যন্ত্রের সামগ্রিক ক্রিয়া সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। নিচে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্যগুলো আলোচনা করা হলো-
পার্থক্য বিষয় | ব্যষ্টিক অর্থনীতি | সামষ্টিক অর্থনীতি |
১ . আলোচনার পরিধি | ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির একটি ক্ষুদ্রাংশ আলোচনা করা হয়। | সামষ্টিক অর্থনীতিতে একক বা ব্যক্তিগত অর্থনৈতিক সমস্যার বিশ্লেষণ না করে সামগ্রিক বা জাতীয় অর্থনৈতিক সমস্যার আলোচনা করা হয়। |
২. আলোচ্য বিষয় | ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় একজন ব্যক্তি বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, আয়, ব্যয়, সঞ্চয়, মুনাফা ইত্যাদি। | সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় দেশের সামগ্রিক উৎপাদন, জাতীয় আয়, জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ, সুদের হার, সাধারণ দামস্তর ইত্যাদি। |
৩. ব্যক্তি ও সমষ্টি | ব্যষ্টিক অর্থনীতিতে একজন ভোগকারী কত দামে কী কী দ্রব্য কতটুকু ক্রয় করলে সর্বোচ্চ তৃপ্তি লাভ করবে তা আলোচনা করা হয়। | সামষ্টিক অর্থনীতিতে দেশের সকল লোক কী কী দ্রব্য কী পরিমাণ ভোগ করলে সর্বোচ্চ সামাজিক কল্যাণ সাধিত হবে তা আলোচনা করে। |
৪. সিদ্ধান্তের সঠিকতা | ব্যষ্টিক অর্থনীতি অনেক সময় ভুল সিদ্ধান্ত দেয়। যেমন- মন্দার সময় ব্যক্তির সঞ্চয়ের উপযোগিতা থাকলেও সামগ্রিক সঞ্চয়ের উপযোগিতা নেই। | পক্ষান্তরে, এতে ব্যষ্টিক অর্থনীতির তুলনায় ভুল সিদ্ধান্ত কম হয়। কারণ এটি সামগ্রিক ব্যাখ্যা করে। |
৫. মুনাফা | ব্যষ্টিক অর্থনীতিতে একজন উৎপাদনকারী কী কী দ্রব্য কত দামে এবং কী পরিমাণ উৎপাদন করলে সর্বোচ্চ মুনাফা হবে তা আলোচনা করা হয়। | সামষ্টিক অর্থনীতিতে দেশে কী কী দ্রব্য ও কতটুকু দ্রব্য উৎপাদন করলে দেশের সর্বোচ্চ উন্নয়ন সাধিত হবে তা নির্ণয় করা হয়। |
৬. ভারসাম্য | যেকোনো একক খাতের বিশ্লেষণ তথা আংশিক বিশ্লেষণে এটি জড়িত। | সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের সাথে এটি জড়িত। |
৭. ব্যয় সর্বনিম্ন | ব্যষ্টিক অর্থনীতিতে একজন উৎপাদনকারী কোন উপকরণ কতটুকু ক্রয় করে উৎপাদনে নিয়োগ করলে ব্যয় সর্বনিম্ন হবে তা আলোচনা করা হয়। | সামষ্টিক অর্থনীতিতে দেশের মোট উৎপাদনের বা সম্পদের কত অংশ কী কী দ্রব্য উৎপাদনে বরাদ্দ বা নিয়োগ করতে হবে তা আলোচনা করা হয়। |
৮. বিভিন্ন খাতের মধ্যকার পারস্পরিক সম্পর্ক | ব্যষ্টিক অর্থনীতিতে প্রতিটি খাতের সমস্যাসমূহ পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় বলে একে অন্যের সাথে কোনো সম্পর্ক থাকে না। | সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিকভাবে আলোচিত হয় বলে খাতসমূহের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান। |
৯. বিনিয়োগ | ব্যষ্টিক অর্থনীতিতে একজন বিনিয়োগকারী কতটুকু বিনিয়োগ করবে তা আলোচনা করা হয়। | সামষ্টিক অর্থনীতিতে দেশে কত মূলধন গঠিত হবে, কীভাবে মূলধন গঠিত হবে এবং কতটুকু পুঁজি ভোগ্যদ্রব্য উৎপাদনে ও কতটুকু পুঁজি উৎপাদক দ্রব্য উৎপাদনে ব্যয় হবে তা আলোচনা করা হয়। |
ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে | ব্যষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য গুলো কি কি |
১০. যোগসূত্র | পৃথক পৃথকভাবে সমস্যা আলোচনা করা হয় তাই এদের মধ্যে কোনো যোগসূত্র থাকে না। | সামগ্রিক বিশ্লেষণ করা হয় বলে এদের মধ্যে যোগসূত্র থাকে। |
১১. দামস্তরের পরিবর্তন | ব্যষ্টিক অর্থনীতিতে একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তা কী করে হ্রাস করা যায় তা আলোচনা করা হয়। | সামষ্টিক অর্থনীতিতে দেশের মুদ্রাস্ফীতি অর্থাৎ সকল দ্রব্যের সাধারণ মূল্যস্তর বৃদ্ধি পেলে কী কী ব্যবস্থা অবলম্বন করা উচিত। তা আলোচনা করা হয়। |
১২. দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা | ব্যষ্টিক অর্থনীতির আলোকে কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায় না। | সামষ্টিক অর্থনীতির আলোকে কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায়। |
১৩. অর্থনৈতিক অবস্থা | এ অর্থনীতির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা জানা যায় না। | এ অর্থনীতির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা জানা যায়। |
১৪. নিয়োগ ব্যবস্থা | ব্যষ্টিক অর্থনীতিতে দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান বলে ধরে নেওয়া হয়। কিন্তু এটি অবাস্তব ধারণা। | সামষ্টিক অর্থনীতিতে কখনই দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান ধরে নেওয়া যায় না। |
ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে | ব্যষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য গুলো কি কি |
সুতরাং ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে উপরিউক্ত পার্থক্য থাকা সত্ত্বেও উভয়ের মধ্যে কোনো বিরোধ নেই; বরং এরা একে অপরের পরিপূরক। ব্যষ্টিক অর্থনীতির সমর্থক হলেন ক্লাসিক্যাল এবং নিও-ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ। পক্ষান্তরে, সামষ্টিক অর্থনীতির সমর্থক হলেন আধুনিক অর্থনীতিবিদগণ।