483
স্বাধীন চলক ও অধীন চলকের পার্থক্য
স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে যেসব পার্থক্য পরিলক্ষিত হয় নিম্নে সেগুলো আলোচনা করা হলো-
পার্থক্যের বিষয় | স্বাধীন চলক | অধীন চলক |
১. সংজ্ঞাগত | অপেক্ষকের অন্তর্গত চলকগুলোর মধ্যে যে চলক ইচ্ছামতো মান গ্রহণ করতে পারে, তাকে স্বাধীন চলক বলে। | স্বাধীন চলকের মানের ওপর যে চলকের মান নির্ভর করে তাকে অধীন চলক বলে। |
২. অবস্থান | সাধারণত কোনো অপেক্ষকের ক্ষেত্রে সমতা (=) চিহ্নের ডান দিকে স্বাধীন চলক বসে। যেমন- Q = ƒ(P), এখানে P হলো স্বাধীন চলক। | কোনো অপেক্ষকের ক্ষেত্রে সমতা (=) চিহ্নের বাম দিকে অধীন চলক বসে। যেমন- Q =ƒ(P)। এক্ষেত্রে Q হলো অধীন চলক। |
৩. প্রকাশ | স্বাধীন চলককে অপেক্ষকের যুক্তি বলা হয়। | অধীন চলককে অপেক্ষকের মান বলা হয়। |
৪. স্থানাঙ্ক | স্থানাঙ্কে স্বাধীন চলককে ভুজ বলা হয়। | স্থানাঙ্কে অধীন চলককে কোটি বলা হয়। |
৫. মান গ্রহণ | স্বাধীন চলক ইচ্ছামতো যেকোনো মান গ্রহণ করতে পারে। | অধীন চলক ইচ্ছামতো কোনো মান গ্রহণ করতে পারে না। |
৬. চলকের সংখ্যা | একটি অপেক্ষকে এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারে। যেমন- D = (P1, P2…Pn)। এক্ষেত্রে P1, P2… Pn হলো স্বাধীন চলক। | কোনো অপেক্ষকে একটি মাত্র অধীন চলক থাকে। যেমন- D = (P1, P2… Pn) এক্ষেত্রে D হলো অধীন চলক। |
৭. স্বয়ংসম্পূর্ণতা | স্বাধীন চলক সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। | অধীন চলক স্বয়ংসম্পূর্ণ নয়। |
৮. নির্ভরশীলতা | অপেক্ষকের অন্তর্গত স্বাধীন চলক অন্য কোনো চলকের ওপর নির্ভরশীল নয়। | অপেক্ষকের অন্তর্গত স্বাধীন চলক অন্য কোনো চলকের ওপর নির্ভরশীল নয়। |
চলক কাকে বলে | স্বাধীন চলক কাকে বলে | বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক |
অপেক্ষক কি | চাহিদা অপেক্ষক কি |